সকলকে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড কম্পিউটার সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।ভর্তি শুরু হয়েছে ,ভর্তি শুরু হয়েছে। জানুয়ারী-জুন ২০২০ সেশনে ৬ মাস মেয়াদী কম্পিউটারের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ভর্তির শেষ তারিখ ৩০ জানুয়ারী ২০২০। ফোন করুন: ০১৭১২ ৬২০৬৩৬

Sunday, February 04, 2018

এসো এম এস ওয়ার্ড শিখি। পর্বঃ ০১

মাইক্রোসফট ওয়ার্ড
প্রিয় বন্ধুরা Techtunes.Com সাইটে আপনাদের সাবাই কে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন, আশা করি ভাল আছেন এবং আগামিতে যেন সব সময় ভালো থাকেন সেই জন্য Techtunes.Com এর পক্ষ থেকে এই শুভ কামনা রইলো।
আজ থেকে শুরু করলাম নতুন একটি ধারাবাহিক টিউনঃ
এম এস ওয়ার্ডেরর পরিচয়ঃ
আমেরিকার বিখ্যাত মাইক্রোসফ্ট কর্পোরেশন কর্তৃক বাজারকৃত মাইক্রোসফ্ট ওয়ার্ডকে সংক্ষেপে Ms-Word বলে। Ms-Word একটি প্যাকেজ প্রোগ্রাম। আই.বি.এম বা আই.বি.এম কম্পিটিবল কম্পিউটারে পূর্বে ডসভিত্তিক বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম প্রচলিত ছিল। যেমন ওয়ার্ডস্টার ৪ ও ৫ এবং ওয়ার্ড পারফেক্ট ৫.০, ৫.১ ইত্যাদি। GUI (Graphical User Interface বা চিত্রভিত্তিক উইন্ডোজ পরিবেশে লেখালেখির কাজ করার জন্য Microsoft Corporation, Ms-Word প্রস্তুত করে। কমান্ড মুখস্ত না রেখে বিভিন্ন কমান্ডের প্রতিনিধিত্বকারী সুদৃশ্য চিত্র বা আইকন এবং মেনু ব্যবহার করে সহজেই কাজ করা যায় বলে ওয়ার্ড প্রসেসিং এর এ প্রোগ্রামটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে। উইন্ডোজ সিস্টেমের জন্য তৈরি বিভিন্ন বাংলা ফন্ট ব্যবহার করে বাংলাতে মুদ্রনের যাবতীয় কাজ করা যায় বলে বাংলাদেশে Ms-Word দ্রুত জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। Ms-Word দিয়ে লেখালেখির যাবতীয় কাজ ছাড়াও বিভিন্ন ধরনের Drawing এর কাজও করা যায়।


 কি ভাবে এম এস ওয়ার্ড Run করবেন?

  • Click On Start Menu
  • Click On programs
  • From Right Side Click On Ms-Word.

Select/ Block কেন করতে হয়?

কোন লিখাকে সাইজ ছোট, বড়, ইটালিক, আন্ডারলাইন, বোল্ট, কপি, কাট এবং যে কোন কালার পরিবর্তন করার জন্য সাধারণত ডকুমেন্টের লেখাকে Select/ Block করতে হয়।

How to Text Select/ Block FunctiOn By Key Board?

Shift+Right Arrow Keyবাম দিক থেকে একটি অক্ষর Select হয়ে Cursor ডানে যাবে
Shift+Left Arrow Keyডান দিক থেকে একটি অক্ষর Select হয়ে Cursor বামে যাবে
Shift+Down Arrow Keyউপরের দিক থেকে একটি লাইন Select হয়ে Cursor নিচে আসবে
Shift+Up Arrow Keyনিচের দিক থেকে একটি লাইন Select হয়ে Cursor উপরে যাবে
Shift+Ctrl+Right Arrow Keyevg দিক থেকে একটি শব্দ Select হয়ে Cursor ডানে যাবে
Shift+Ctrl+Left Arrow Keyডান দিক থেকে একটি শব্দ Select হয়ে Cursor বামে যাবে
Shift+End Keyপ্রথম থেকে একটি লাইন Select হয়ে Cursor শেষে যাবে
Shift+Home Keyশেষ থেকে একটি লাইন Select হয়ে Cursor প্রথমে আসবে
Shift+Ctrl+End Keyপ্রথম দিক থেকে একটি ডকুমেন্ট Select হয়ে Cursor শেষে আসবে
Shift+Ctrl+Home Keyশেষ দিক থেকে একটি ডকুমেন্ট Select হয়ে Cursor প্রথমে আসবে

How to Text Select/ Block FunctiOn by Mouse?

মাউসের সাহায্যে ফাইলের যে অংশ Select করতে চাই সেই অংশের শুরুতে Mouse Pointer নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে শেষ অংশে নিয়ে ছেড়ে দিতে হবে। এভাবে উপরের দিক থেকে নিচের দিকে Select করা যাবে, নিচের দিক থেকে উপরের দিকে Select করা যাবে, এবং বাম দিক থেকে ডান দিকে Select করা যাবে।

Delete FunctiOn

Back Space চাপলেCursor এর বাম দিক থেকে একটি করে অক্ষর মুছে যাবে
Delete চাপলেCursor এর ডান দিক থেকে একটি করে অক্ষর মুছে যাবে
Ctrl+ Backspace চাপলেCursor এর বাম দিক থেকে একটি করে শব্দ মুছে যাবে
Ctrl+ Delete চাপলেCursor এর ডান দিক থেকে একটি করে শব্দ মুছে যাবে
প্রথম প্রকাশিত হয়েছেঃ http://wWw.HamWap.Com/article/3305

No comments:

Post a Comment